আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় কপি বোঝাই ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার ২৫ নভেম্বর বিকেলে উপজেলার নয়ন মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে।নিহতরা হলো, উপজেলার বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে রিমন ও একই এলাকার আবুল কালাম আজাদ এর ছেলে গালিব।পুলিশ জানায়, রিমন ও গালিব বিকেলে নিজ এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে মাছপাড়ার দিকে যাচ্ছিলো। মহাসড়কের নয়ন মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ী গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুজনেই গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ট্রাক চালকের বেপরোয়া গতির কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।