"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি" এই স্লোগানকে সামনে রেখে পাংশা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দুর আয়োজনে শনিবার ৪ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা চত্বরে র্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোঃ মাসুদ রেজা শিশির, পাংশা মডেল থানার এ এস মোঃ ফজর আলী ও যুব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসহ পাংশা উপজেলার সকল সমবায় সদস্য বিন্দু উপস্থিত ছিলেন।সেরা সমবায় নির্বাচিতদের পুরুস্কার বিতরণীর মধ্যে দিয়ে প্রোগ্রামটি শেষ করা হয়।