আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় কুদ্দুস মন্ডল(৫০) নামে এক কৃষক নিখোঁজ রয়েছে । সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হাবাসপুর এলাকায় এঘটনা ঘটে।
নিখোঁজ কৃষক হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মোঃ উজির মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে কুদ্দুস মন্ডলসহ ৫ জন কৃষক নৌকা নিয়ে পদ্মার চরে কাজে যাচ্ছিল। মাঝ নদীতে গেলে নৌকাটি হঠাৎ ডুবে যায়। সে সময় চারজন সাঁতরিয়ে পাড়ে আসলেও কুদ্দুস মন্ডল ডুবে যায়। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কৃষকে উদ্ধারের কাজ করছে।
পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রয়েন আহম্মেদ বলেন, সকাল ৯ টার দিকে আমরা খবর পেয়ে একটি টিম এখানে উদ্ধার অভিযানে আসি। তখনো ওই কৃষক নিখোঁজ রয়েছে। পরে আমরা উদ্ধর্তন কতৃপক্ষকে বিষয়টি জানালে তারা ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের দুইজন ডুবোরি পাঠায়। দুপুর ১২ টা থেকে ডুবোরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। আমাদের অভিযান এখনো অব্যহত রয়েছে।