সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাংশায় পানি পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- আগস্ট ২৮, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকায় রবিবার (২৭ আগষ্ট) পানিতে ডুবে মিজু (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মিজু মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকার মোঃ বাচ্চু সরদারের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসীদের সূত্রে জানা যায়, মিজুর বাবা মা মাঠে কাজ করায় এবং পরিবারের অন্যান্য লোক রাস্তার উপর পাঠ শুকানোর কাজে ব্যাস্ত থাকার ফাঁকে মিজু খেলতে খেলতে বাড়ির পার্শ্বের ডোবাতে পরে যায়। পথচারি এক ব্যাক্তি দেখতে পেয়ে অন্যান্যদের ডেকে মিজুকে পানি থেকে তোলার পর মৃত অবস্থায় দেখতে পায়।

প্রতিবেশিরা আরো জানান, বাড়িতে ঘর তোলার জন্য ঘরের ডোয়া উঁচু করতে পার্শ্বের এক স্থান থেকে মাটি কেটে গর্ত তৈরি করা হয়। বৃষ্টির পানিতে পূর্ণ হওয়া সেই গর্তে পড়েই মিজুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।