সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাংশায় ফসলের ফলন নির্ণয়ের জন্য নমুনা শস্য কর্তন

প্রকাশিত হয়েছে- নভেম্বর ১৪, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলায় বাবুপাড়া ইউনিয়ন থেকে ফসলের ফলন নির্ণয়ের জন্য নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদের পাশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই ফসলের ফলন নির্ণয়ের জন্য নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবুল কামাল আজাদ, ফরিদপুর অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প মনিটরিং অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আবু মাসুদ সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস মোঃ আল-আমিন হোসেন।