আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেণ্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেণ্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) পাংশা জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেণ্ট এর ফাইনাল খেলায় জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ২/০ গোলে বিজয়ী হয়। এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেণ্ট এর ফাইনল খেলায় সরিষা পালেরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ফুটবল একাদশ ২/৩ গোলে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে চাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ। উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জহুরুল হক, সাধারণ সম্পাদক মো:আরিফুল ইসলাম প্রমূখ।
এছাড়াও খেলায় অংশগ্রহনকারি স্কুলগুলোর শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।