সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাংশায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ 

প্রকাশিত হয়েছে- জুন ১১, ২০২৩

আল আমিন হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুপুর সাড়ে ৩ টায় উপজেলা চত্বরে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ ও পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরসহ উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।