আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিভিন্ন প্রকল্পের / কর্মসূচীর উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী।বুধবার (১৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ হোসেন শহীদ সরোওয়াদী। এ সময় উপজেলার ১৭৬ জন কৃষকদের মাঝে ১৮ রকমের বিভিন্ন উন্নতমানের সবজি বীজ, সাইনবোর্ড ও নেট বিতরণ করা হয়।