আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে উফশী আমন ধানের সমলয় প্রনোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ আগস্ট) পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামে ব্রি ধান ৭৫ জাতের আমন ধানের চারা রোপন অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল, অতিরিক্ত উপপরিচালক (শস্য) আবু মাসুদ সিদ্দিকী, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সোলাইমান হোসেনসহ কৃষি অফিসের অন্যান্য অফিসারবিন্দু, কৃষকগণ উপস্থিত ছিলেন।