সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাংশায় সরকারি হাসপাতালে সেবা গ্রাহীতাদের ভোগান্তি ও মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ১৩, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধি।।

রাজবাড়ীর পাংশায় সরকারি হাসপাতালে সেবা গ্রাহীতাদের ভোগান্তি ও মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ।

বুধবার দুপুরে পাংশা উপজেলার সচেতন নাগরিক সমাজের ব‍্যানারে উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শত মানুষ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,পাংশা উপজেলায় সাপের উপদ্রব বেড়ে গেছে। গত এক মাসে সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে এ‍্যান্টিভেনম নেই বলে ফিরিয়ে দেওয়া হয়। যে কারণে ওই রোগীদের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসকদের না পাওয়াসহ সেবা গ্রহীতাদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয় বলে জানায় বক্তারা।

পাংশা সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক ও পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, সাপের কামড়ে মারা যাওয়া স্কুল ছাত্রীর মা সুমাইয়া শিমু, মোঃ রতন মাহাবুব, মোঃ শাহিন রেজা, মোঃ আল-আমিন হোসেনসহ প্রমূখ।