সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাংশায় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ১৭, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় ১৭-১৯ সেপ্টেম্বর তিনদিন ব্যপী জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ১৭ সেপ্টেম্বর) উপজেলা জেলা পরিষদ হল রুমে এ মেলার উদ্বোধন করা হয়।

"সেবা ও উন্নতির দক্ষ রুপকার-উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম।

মেলা উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

মেলায় বিনামূল্যে দ্রুত জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং জন্ম নিবন্ধন সনদ সংশোধন আবেদন করা যাবে। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যে কোন সেবা পাওয়া যাবে। এছাড়াও থাকবে বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শনী ও সেবা প্রদান কার্যক্রম।

পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি এড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান। উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো,

উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রোকেয়া বেগম প্রমূখ।