আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-১ /২০২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আবাদ ও উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পাঠ বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ হোসেন শহীদ সরোওয়াদী, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, বাবুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার ও সিনিয়র সাংবাদিক মোঃ মাসুদ রেজা শিশিরসহ ইউনিয়ন পরিষদের সচিব,মেম্বর, কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়ন এর ৬ হাজার কৃষকদের মাঝে এই পাট বীজ বিতরণের শুভ উদ্বোধন হল আজ।