সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাংশায় ৭ম শ্রেণির ছাত্র হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- জুন ৮, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশায় যশাই সমসপুর দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র মোঃ হাসিবুল কে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

পাংশা উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দের বাস্তবায়নে বৃহস্পতিবার (৮ জুন) উপজেলা চত্বরে সকাল ১০ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাংশা শাইজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আবু মুসা আসারির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা শাইজুঁই কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ ড. খন্দকার মোহাম্মদ মাহাবুবুর রহমান ও যশাই সমসপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবু সাহলে মোহাম্মদ জিল্ল রহমানসহ পাংশা উপজেলার সকল মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা আমাদের ছাত্র হাসিবুলকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে কঠিন শাস্তির দাবি জানাই। যাতে হাসিবুলের মত আমাদের আর কোনো ছাত্রকে হারাতে না হয়। দ্রুত বিচার ট্রাইবুনালের মধ্যে দোষীদের ফাসির রায় কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান।

উল্লেখ্য গতকাল মোঃ হাসিব (১৩) নামে এক স্কুল ছাত্রের হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭জুন) সকালে বাবুপাড়া ইউপির দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকের পাশে একটি ঘাস ক্ষেতের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্র উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের অটোরিকশা চালক মোঃ হামিদুলের ছেলে ও সমষপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো।