আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলায় বাবুপাড়া ইউনিয়নের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের পাশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মাঠ দিবস পালল করা হয়েছে।
বাবুপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস মোঃ আল-আমিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আবুল কামাল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প মনিটরিং অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আবু মাসুদ সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ।