আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ২০২২-২০২৩ অর্থ বছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক জাটকা আহরণে বিরত থাকা জেলেদের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় পরিবার প্রতি এপ্রিল-মে চক্রে ৪০ কেজি হারে মোট ৮০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর পাংশা রাজবাড়ীর আয়োজনে বুধবার (৩১ মে) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন চত্বরে ১২৯ জনের মাঝে এই চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার মোঃ সাঈদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন, বাহাদুরপুর ইউনিয়নের সচিব ইন্দ্রজিৎ সরকার, ইউপি মহিলা সদস্য, ইউপি সদস্যগণসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।