আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ সেপ্টেম্বর দুপুরে মাছপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মাছপাড়া ডিগ্রী কলেজ মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুজাউদ্দিন মীধার সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এছাড়াও উপস্থিত ছিলেন রাআজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুরো, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওহাব মন্ডল, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান, আলিমুজ্জামান টিটু পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন মৃধা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ।
উক্ত সমাবেশে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম বলেন, দেশের এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ও নৌকার কোন বিকল্প নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং বিএনপি-জামাত এর নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।