সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাংশা উপজেলা সাহিত্য মেলার শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- জুলাই ২৮, ২০২৩

আল আমিন হোসেন পাংশা প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলা সাহিত্য মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

বৃহস্পতিবার ২৭ জুলাই পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, বাংলা একাডেমির সমন্বয়ে, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায়, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে সকাল সাড়ে ৯ টায় এই সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এটি ২৭ ও ২৮ জুলাই দুইদিন মেলা অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী মহিলা-৪০ আসনের সংসদ সদস্য অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, ঢাকা বাংলা একাডেমির উপপরিচালক ফারহান ইশরাক, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান ও প্রবন্ধকার ও কবি বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদারসহ স্থানিয় কবি এবং সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।