সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাংশা জর্জ স্কুল মাঠের দেয়াল নির্মাণের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- জুন ১৪, ২০২৩

আল আমিন হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের দেয়াল নির্মাণের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় কাজটি উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল কবির সরদার, পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

স্কুলের এক শিক্ষার্থী বলেন, কয়েকদিন পর পরই আমাদের স্কুলে বহিরাগতরা এসে মারামারি করে। আমাদের খেলার মাঠে অনেক ধরনের কাজের জিনিসপত্র রাখা হয় যা আমাদের খেলাধূলা করার সমস্যা হয়। গরু ছাগল আমাদের স্কুল মাঠে সব সময় থাকে। তবে এখন এই দেয়ালটি হলে অনেক ধরনের সমস্যা থেকে আমরা সমাধান পাবো।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পাংশার ক্রীড়ামোদী ও শিক্ষানুরাগী মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। এসএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ার পরও এতদিন ধরে অরক্ষিত অবস্থায় ছিল পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানটি। এছাড়া ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর সর্বোচ্চ রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত এই খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপসহ বিভিন্ন বড় বড় সরকারি খেলার টুর্নামেন্টও প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। অথচ এই মাঠে আশেপাশের বাড়ির ময়লা পানিতে একপাশ সবসময় পরিত্যক্ত হয়ে থাকতো, মাঠে গরু ছাগলের অবাধ বিচরণে যত্রতত্র মল-মূত্র পড়ে থাকতো। আশেপাশের ভবনের নির্মাণ সামগ্রী রাখার কারণে মাঠে খেলাধুলার পরিবেশ বিঘ্ন ঘটতো। এই কারণে, মাঠটি সুরক্ষার জন্য মাঠের বাউন্ডারি দেয়াল করা দীর্ঘদিন ধরে ক্রীড়ামোদী ও শিক্ষানুরাগী সাধারণ মানুষের দাবী ছিল। সার্বিক বিবেচনায় দেয়াল নির্মাণ কাজ বাস্তবায়নে আজ বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য বেইসমেন্ট ঢালাই কাজ শুরু করা হয়েছে।