রাজবাড়ী পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবীরের পিতা মোহাম্মদ আলী মাস্টারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।জানাজার নামাজে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজীব হোসেন, জেলা ও উপজেলার সাংবাদিকসহ এলাকার অসংখ্য গুণগ্রাহী জানাজার নামাজে অংশগ্রহণ করেন। শুক্রবার সকাল ১১ টায় জানাজার নামাজ শেষে নিজ এলাকায় বিলগজারিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।