সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

পাংশা যশাই ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা।

প্রকাশিত হয়েছে- মে ৩১, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার ৩নং যশাই ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ১ কোটি ৪০ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা বাজেট ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব নাসির উদ্দিন, ইউপি মহিলা সদস্য, ইউপি সদস্য বৃন্দ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সরকারি কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সভাপতির বক্তব্যে যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন বলেন- এ বাজেটে উন্নয়ন তুলে ধরা হয়েছে আগামী এক বছর এ বাজেট অনুযায়ী ইউনিয়ন পরিষদ চলবে। আপনারা সকলেই সঠিক ভাবে ট্যাস্ক পরিশোধ করবেন, আমরা চেষ্ঠা করছি সকলে মিলে আমাদের প্রিয় কসবামাজাইল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তি করতে।