আবু রাসেল সুমন খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গোলাগুলিতে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০অক্টোবর) গভীর রাতে পানছড়ির
লতিবান ইউনিয়নের শুকনাছড়ি এলাকার শান্তি রঞ্জন পাড়ায় এ বন্ধুকযুদ্বের ঘটনা ঘটে।নিহতরা হলেন- জয়েন চাকমা, সিজন চাকমা, শাসন ত্রিপুরা। এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফের) পক্ষ থেকে জানানো হয়েছে, গোলাগুলিতে যারা নিহত হয়েছে সকলেই ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফের) এক বিবৃতিতে এ দাবি করে জেলা সংগঠক অংগ্য মারমা জানান,গতবছর পানছড়ি পুঁজগাঙে চার ইউপিডিএফ কর্মীকে হত্যা করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল হঠাৎ করে অর্তকিত ভাবে ইউপিডিএফ কর্মীদের ওপর একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়,ঘটনাস্থলেই তিন কর্মী নিহত হয় বলে জানান তিনি।আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ কর্মীর হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছেন (ইউপিডিএফ)। পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম জানান, নিহত হওয়ার খবর আমরা পেয়েছি, এলাকাটি খুবই দুর্গম হওয়ার কারনে ঘটনাস্থল থেকে এখনো লাশ উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়নি। তবে সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে।