রমজান মাসে যেই ছেলেটি মা-বাবা সেবা করার কথা,সেই ছেলেটি বাড়ীতে আগুন লাগিয়ে নিজ বসত বাড়িতে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পোকখালী ইউনিয়নের মধ্যম নাইক্ষংদিয়া এলাকার হাফেজ জামাল উদ্দিনের বাড়িতে এ ঘঠনা ঘঠে। জামাল উদ্দিন জানান,তার ছেলে ওসমান গনির স্ত্রীর বেপরোয়া আচরণ, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মাস তিনেক আগে বাপের বাড়ী চলে যায় সে। ঘটনার দিন দুপুরে ওসমান গনির স্ত্রী পুনরায় স্বামীর ঘরে ফিরে আসলে শ্বশুর জামাল হোসেন ঘরে ঢুকতে বাঁধা প্রদান করলে। বিষয়টি মুঠোফোনে তার স্বামী ওসমান গনিকে জানালে ক্ষিপ্ত হয়ে বাড়ির চারদিকে পেট্রোল ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদেরকেও এক প্রকার বাঁধা প্রদান করে সে। পরবর্তীতে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই পুড়ে ছাই হয়ে যায় বসতবাড়িটি। এ অগ্নিকাণ্ডে বসতবাড়িটি পুড়ে গিয়ে আনুমানিক দশ লক্ষ টাকার মতোক্ষ তিসাধন হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।