বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

প্রকাশিত হয়েছে- ডিসেম্বর ২৪, ২০২৪

গত ২৩ ডিসেম্বর ২০২৪ ইংরেজী সোমবার, দৈনিক গণসংযোগ এর প্রথম পাতায়,ও বিভিন্ন অনলাইনে "রামুতে এখনো থামেনি ইয়াবা মাফিয়া জয়নালের সন্ত্রাসী কর্মকান্ড,আতঙ্কে স্থানীয়রা" এই শিরোনামে র সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, ষড়যন্ত্রমূলক, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।প্রকৃত ঘটনা হচ্ছে,গত ২০শে ডিসেম্বর, রাত ২ টার সময় রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান উত্তর মিঠাছড়ি পাহাড়িয়া পাড়া সিকান্দর সাওদগরের দোকানের সামনে, পূর্ব শত্রুতার জের ধরে, কক্সবাজারের ঝিলংজার পশ্চিম লার পাড়া এলাকার জহির আহাম্মদের ছেলে কবির হোসেন প্রকাশ ইয়াবা কবিরের নেতৃত্বে আরও ৭/৮ জন সন্ত্রাসী মিলে আমার মালিকানাধীন বাজাজ কোম্পানির পালসার লাল ও কালো রংয়ের মোটরসাইকেল টি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় এক জন'কে প্রধান আসামী ও ৭/৮ জন'কে অজ্ঞাতনামা আসামী করে রামু থানায় এজাহার দিয়েছি।আমি ইয়াবা অথবা কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত প্রমাণ দিতে পারলে যে কোন ধরনের শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আছি।মূলতঃ চিহ্নিত সন্ত্রাসী ও বহু মামলার আসামি কবির হোসেনের নেতৃত্বে একটি চক্র আমার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অপরাগতা জানালে তারা রাতের অন্ধকারে আমার মোটরসাইকেলখানা পুড়িয়ে দেয় এবং আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় নানাধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করে। এরই অংশ হিসেবে চক্রটি সাংবাদিকবৃন্দকে মিথ্যা তথ্য দিয়ে এরকম বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের অপপ্রয়াস চালাচ্ছে।আমি উল্লেখিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।উক্ত সংবাদে সংশ্লিষ্ট প্রশাসন ও সাংবাদিক ভাইদের কাউকে বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।

প্রদিবাদকারী :মোঃ জয়নাল আবেদীন,

পিতাঃ আবদুল কাদের

জোয়ারিয়ানালা রামু,কক্সবাজার।