সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

প্রবাসী ভাইদের অর্থ আত্মসাৎ, বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ 

প্রকাশিত হয়েছে- নভেম্বর ১০, ২০২৩

রিয়াজ উদ্দীন রিয়াদ, কক্সবাজার 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রবাস থেকে পাঠানো ছোট ভাইদের লাখ লাখ টাকা ও অর্জিত সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে মোহাম্মদ রফিক নামের এক মৌলভীর বিরুদ্ধে। মোহাম্মদ রফিক ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়া পাড়া এলাকার আবদুস সালামের ছেলে বলে জানা গেছে, প্রবাসে থাকা দুই ভাইয়ের পাঠানো অর্থ ফেরত চেয়ে রফিকের কাছে গেলে তার বাবা আবদুস সালামকে কয়েক দফা হামলা ও মারধর করেন বলে জানান স্থানীয়রা, দুই তিন বছর ধরে চলা পারিবারিক এই বিরোধের জের ধরে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে, তারা ঘটনাটি সমাধানে এগিয়ে আসার অনুরোধ জানান জনপ্রতিনিধিদের।জানা যায় আবদুস সালামের দুই ছেলে মোহাম্মদ শাহ এবং মোহাম্মদ জাবের দীর্ঘ বছর ধরে প্রবাসে রয়েছে। পরিবারের বড় ভাই হিসেবে মোহাম্মদ রফিকের কাছে টাকা পাঠাতো, এ টাকা দিয়ে জমি জমা কিনতে অনুরোধ করেন দুই ভাই। সুচতুর বড় ভাই মোহাম্মদ রফিক দুই স্থানে প্রায় ১শ শতক জমি ক্রয় করে নিজের নামে দলিল ও খতিয়ান করে বসে। কান্নাজড়িত কণ্ঠে পিতা আবদুস সালাম বলেন, দুঃখ কষ্ট করে ছেলেদের মানুষ করেছে, তাদের মধ্যে রফিক প্রতিনিয়ত নির্যাতন করে আসছে, প্রবাসে থাকা দুই ছেলের অর্জিত সম্পদ, অর্থের হিসাব চাইলে ঘর থেকে বের করে দিয়ে মারধর করে।এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ রফিকের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি গণমাধ্যম কর্মীদের কৌশলে এড়িয়ে যান।