আরিফুল ইসলাম সুমন :বিশেষ প্রতিনিধি
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ কর্তৃক ০৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ০১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (০১ মার্চ ২০২৪ খ্রিঃ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। জানা যায় সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সার্বিক তত্ত্বাবধানে টিম বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ মার্চ ২০২৪ খ্রিঃ) বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা হতে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস হতে আসামী ১। মোঃ জাহাঙ্গীর হোসেন (৫০), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, গ্রাম- জাম্মুরা (দক্ষিণ পাড়া) , থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা -কুমিল্লা , রাত্রি ০৩:১৫ ঘটিকার সময় ০৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।এ সংক্রান্তে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আলাদতে সোপর্দ করা হয়েছে।