মোঃ ইমরান বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :-
বটিয়াঘাটা প্রতিনিধি:স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শনিবার (৮ জুন) সকাল ১১ টায় সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন মোঃফিরোজ শাহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। মোঃ আশাদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) বটিয়াঘাটা এর সভাপতিত্তেউপজেলা ভূমি অফিসের সামনে মাটির টানে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্ভোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকুল মৈত্র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।এসময় বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান।এসময় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মোঃ আজিজুর রহমান প্রধান সহকারি,মোঃ সাকিরুল ইসলাম সারবেয়ার, মোঃ ইব্রাহিম সারবেয়ার, মোঃ দেলোয়ার হোসেন, জন্মজয় বিস্বাস, উজ্জ্বল কুমার বাইন,প্রসেনজিৎ কুমার দাস,এস এম সরাফাত হোসেন,অনিরুদ্ধ ঘোষ,নিতিষ মন্ডল, ১ নং জলমা ইউনিয়নের নায়েব জগনাথ ঘোষ,৪ নং গঙ্গারামপুর ইউনিয়নের নায়েব কাজী রেজাউল হোসেন, বালিয়াডাঙ্গা, আমির পুর, ভান্ডার কোট ইউনিয়নের নায়েব নিলুফা ইয়াসমিন, ও সারমিন আক্তার, আব্দুল আল আজিম মোড়ল, আলমগীর কবির, সেলিনা ইয়াসমিন, বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।