সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে- জুন ১৪, ২০২৩

বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা

বরগুনা জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে এ সংবাদ পাওয়া যায়।

আটক- মো: মেহেদী হাসান (২৫) পিতা: জাকির হোসেন গ্রাম: ভয়াং, ৫নং ওয়ার্ড মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদ জেলা: পটুয়াখালী।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (১৩ জুন) মঙ্গলবার রাত আনুমানিক ১০ঃ৩০ মিনিটের সময় বরগুনা সদর ৩নং ফুলজুরি ইউনিয়ন ৩নং ওয়ার্ড শিকদার বাড়ি বাস স্ট্যান্ড হানিফ মৃধার চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তার কাছে অবৈধ একশ পিস ইয়াবা আটক করে বরগুনা সদর গোয়েন্দা সংস্থা ডিবি অফিস কার্যালয়ে নিয়ে আসা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা সংস্থা ডিবি (ওসি) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান নামক একজনকে আটক করা করেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।