সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বরগুনায় কর্মরত ঔষধ কোম্পানির এরিয়া ম্যানেজারের অকাল মৃত্যু

প্রকাশিত হয়েছে- জুন ১, ২০২৩

বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা

স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির এরিয়া ম্যানেজার মোঃ সাহেব আলী(৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বরগুনা সদর জেনারেল হাসপাতালে গত (৩১মে) বুধবার রাত দশটার দিকে তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। প্রাথমিকভাবে বুকে ব্যথা উঠলে বরগুনা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য ইসিজি রিপোর্ট আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। মৃত সাহেব আলী স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে (কার্ডিয়াক গ্রুপে) বরগুনায় বেশ কিছুদিন কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। বৈবাহিক জীবনে তার একটি মেয়ে আছে। মরহুমের প্রথম নামাজের জানাজা রাত ১২ টায় বরগুনা সদর জেনারেল হাসপাতাল মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে দেশের নিজ বাড়িতে দাফন কার্য সম্পন্ন হবে বলে স্বজনরা জানিয়েছেন।