সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বরগুনায় কলেজ ছাত্রীর গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ২২, ২০২৩

বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা 

ফারজানা আক্তার সেতু (১৮)নামে এক কলেজ শিক্ষার্থী গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে এ সংবাদ পাওয়া যায়।

বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা মো: ফারুক হোসেন এর বড় মেয়ে।

ফারুক হোসেন ঢাকায় ঠিকাদারি ব্যবসা করেন। বাড়িতে তার স্ত্রী এক ছেলে থাকে।

ঘটনার দিন, ২১ সেপ্টেম্বর ২৩ ইং তারিখ বৃহস্পতিবার আনুমানিক বিকেল পাঁচটার দিকে কলেজ ছাত্রী গ্যাস ট্যাবলেট সেবন করলে প্রাথমিকভাবে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রতিবেশীর সাক্ষাৎকারে জানা যায়,মেয়েটি বরগুনা সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা খারাপ হয়েছে বিধায় গ্যাস ট্যাবলেট সেবন করেছে বলে এমন তথ্য পাওয়া যায়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান,বিষয়টি খুবই দুঃখজনক। গ্যাস ট্যাবলেট সেবনে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিভাবকের কোন অভিযোগ না থাকার কারণে ময়নাতদন্ত না হয়ে মেয়েটার দাফন কার্য সম্পন্ন হয়।