বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা
র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ( আইডিইবি) বরগুনা জেলা শাখার আয়োজনে ( ৮ নভেম্বর) বুধবার সকাল সাড়ে নয়টায় এ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম। পরে উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বানে আইডিইবি’র জেলা কার্যালয় আইডিইবি এর বরগুনা জেলা শাখার সভাপতি ইঞ্জি:মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মো.রেজাউল করিম টুটুল,সড়ক ও জনপদের উপ বিভাগীয় প্রকৌশলী, প্রকাশ বিশ্বাস , বরগুনা জেলা আইডিইবি’র সহ সভাপতি ইঞ্জি: মো: মজিবুল হায়দার, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও ইডকল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী আবু সিনা সরদার, গণপূর্ত উপ বিভাগীয় প্রকৌশলী হাদিসুর রহমান, বরগুনা টিএসসি ,র অধ্যক্ষ মো: নূরুল ইসলাম তালুকদার, শিক্ষা প্রকৌশল সমিতির বরগুনার সভাপতি মোঃ ইসা মিয়া, পাওয়ার সেক্টর ফেডারেশন বরিশাল অঞ্চলের সভাপতি নূরুল কবির প্রমূখ। সভায় বক্তরা বলেন কাকরাইল আইডিইবি ভবনে হামলার ঘটনা ন্যাক্কারজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আইডিইবি’র বরগুনা জেলা শাখার সদস্যরা । তারা আলোচনা সভায় এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের কঠোর শাস্তির দাবি করেন।