সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে পিলারসহ আটক-১ 

প্রকাশিত হয়েছে- জুন ২৪, ২০২৩

বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা

বরগুনার আমতলী উপজেলায় গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের অভিযানে ব্রিটিশ আমলের পিলার সহ একজনকে আটক করেছে এ সংবাদ পাওয়া যায়।

আটককৃত ব্যক্তির নাম- আব্দুল মজিদ গাজী (৬৫) পিতা: মৃত: মোমেন গাজী গ্রাম: ছোট নীলগঞ্জ ৬নং আমতলী ইউনিয়নের বাসিন্দা। গত (২২ জুন) বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনা জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ নামক স্থান হতে তাকে আটক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ডিবি পুলিশের যৌথ অভিযানে আমতলীর নীলগঞ্জ নামক স্থান হতে ব্রিটিশ আমলের পিলারসহ মজিদ গাজি নামক এক ব্যক্তিকে আটক করে।উদ্ধারকৃত পিলারটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি, গোলাকার প্রস্থ ২৪ ইঞ্চি, ওজন ২১(একুশ) কেজি ২০০(দুইশত) গ্রাম। উপরে খোদাই করা ইংরেজিতে BRS লেখা আছে এবং নিচের অংশে পিতলের উপর ০৩ (তিন) টি ছিদ্র ও ইংরেজিতে EAST INDIA CO. 1818 লেখা আছে। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।