প্রতিবেদক: ইরফান বাবুল
বরগুনায় দুই গ্রুপের সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারা গেছেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাকুরগাছিয়া ঠান্ডার ক্লাব এলাকায় এ ঘটনাটি ঘটে।
ওই এলাকার মোসলেম আলী আকন এর ছেলে শফিকুল ইসলাম পনু সাবেক ইউপি সদস্য ও ৫নং আয়লাপাতাকাটা ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ ছিলেন।
সূত্রে জানা যায়, নির্বাচনী পূর্ব শত্রুতার জেরে বর্তমান সদস্য মোতাহার মৃধা ও সাবেক সদস্য শফিকুল ইসলাম পনুর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়। গুরুতর অবস্থায় তিনজনকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হলে এদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে মৃত বলে ঘোষণা দেয়। বাকিদের মধ্যে ২জনকে আশংঙ্কাজনক অবস্থায় রাতেই বরিশাল শেরে- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকীদের আটকের চেষ্টা অব্যাহত আছে। ময়না তদন্তের শেষে আজ সাবেক ইউপি সদস্য পনুর মরদেহ নিজ গ্রামে স্থানান্তর করা হয়। মামলা প্রক্রিয়াধীন আছে বলে সাংবাদিকদের এ কথা জানান।