বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা
বরগুনায় বাসা চুরি হওয়ার সময় ২ চোরকে হাতেনাতে আটক করে এলাকাবাসী এ খবর পাওয়া যায়।
বরগুনা সদর উপজেলায় ৭নং ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রাম নামক স্থানে চুরি হওয়ার এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকার চুরির মালামাল আলামত হিসেবে উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ জুন) মধ্য রাতে সদরের ঢলুয়া ইউনিয়নের খাজুরা নামক স্থানে মৃত্যু আ: করিম সিকদারের ছেলে নজরুল ইসলাম সিকদার (৫৯) এর নিজ বাসভবন থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত দুজন হলেন- সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মনির মৃধার ছেলে রফিকুল ইসলাম আলম (২২) ও ঢলুয়া ইউনিয়নের রুস্তম গাজীর ছেলে মো:হাসিব গাজী (২৩)
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, চুরি অবস্থায় ঘরের মালিক ও এলাকাবাসী মিলে দুজন চোরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আমরা তাদের কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকার চুরির আলামতসহ দুজনকে আটক করেছি।তিনি আরও বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।