বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের কালাইয়া গ্রাম নামক স্থানে বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
মোসাম্মৎ আমেনা বেগম(১২) ওই এলাকার বাসিন্দা মনির শিকদারের কন্যা। গত (২জুন) শুক্রবার আনুমানিক দুইটার দিকে নিজ বাড়ির উঠোনে বজ্রপাতে মেয়েটির মৃত্যু হয়। এ ঘটনায় তাকে বামনা সদর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়। নিহত আমেনা দধি ভাঙ্গা মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন।