সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বরগুনায় বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত হয়েছে- জুন ২, ২০২৩

বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা

বরগুনা আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালত এর আয়োজনে (২জুন) শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: সেলিম আদালত প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিচারপতি মোঃ সেলিম বলেন, বিচার চাইতে আসা বিচার প্রার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় বাংলাদেশের ন্যায় বরগুনায় আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এক হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি, ক্যান্টিনের সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নারসহ টয়লেটের ব্যবস্থা থাকবে। সব শ্রেণি-পেশার মানুষ যেন ন্যায়কুঞ্জের সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে।আদালত ভবনের জগন্নাথ পাঁড়ে স্মৃতি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, পুলিশ সুপার আবদুস সালাম, বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার, পৌরসভার মেয়র অ্যাড: কামরুল আহসান মহারাজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আক্তারুজ্জামান বাহাদুর এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।