সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বরগুনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত হয়েছে- জুন ৯, ২০২৩

বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা 

বরগুনা সদর উপজেলার সোনাখালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন বলে এ সংবাদ পাওয়া যায়।

নিহত আব্দুল মন্নান (২৮) পিতা: মোঃ আব্দুল আজিজ সদর উপজেলার ৫নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড পূর্ব কেওড়াবুনিয়ার স্থায়ী বাসিন্দা ছিলেন।

শুক্রবার (৯জুন) বিকেল আনুমানিক পাঁচটার দিকে বরগুনার সদর উপজেলার সোনাখালি নামক স্থানে এনায়েত এর 'স' মিলের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় মান্নান নিহত হয়।

নিহতের স্বজনরা জানায়, মন্নান দাম্পত্য জীবনে বিবাহিত। দশ বছর পূর্বে তার বিবাহ হয়। পেশায় সে একজন ছিল গরু ব্যবসায়ী। গরু কেনাবেচা ও কৃষিকাজ করা ছিল তার নিত্যদিনের কাজ। শুক্রবার সকাল দশটার দিকে আয়লা পাতাকাটা নামক স্থানের চৈতা গরুর বাজারে গরু কেনাবেচা করতে যায় মন্নান ও তার বাবা। পরবর্তীতে একই গাড়িতে জায়গা না পাওয়ায় পিছনে উঠে মন্নান। গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়ে মান্নানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মৃত্যুর ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই বলে জানা যায়। বিকেল আনুমানিক পাঁচটার দিকে তার এই দুর্ঘটনার কথা পরিবারকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরে লাশ বরগুনার সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, নিহতের এ ঘটনায় স্থান থেকে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।