মাসুম বিল্লাহ্ বরগুনা সংবাদদাতা।
বরগুনায় বজ্রপাতে মিতু নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। বরগুনা সদর ১ নং বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কুমড়াখালী গ্রামের আনসার সদস্য মোঃ কামালের স্ত্রী।
স্বজনেরা জানান, আজ ১৮জুন রোজ রবিবার সকাল ৮.৩০ টা সময় গুড়ি গুড়ি বৃষ্টি সহ মেঘের গর্জন শুরু হয়। এই সময় গৃহিনী মিতু গৃহপালিত পশু গরু আনতে মাঠে যায়।হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওই সময় তার কান দিয়ে রক্ত প্রবাহিত হয়ে এক পর্যায় তার মৃত্যু হয়। এই খবরটি শুনে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ১নংবদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাজা মিয়া দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।