সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বরগুনায় শালিকে ধর্ষণ করায় ব্যর্থ হলে কুপিয়ে শিশুসহ ২ জোড়া খুন

প্রকাশিত হয়েছে- আগস্ট ৫, ২০২৩

বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা

বরগুনায় শালীকে ধর্ষণে ব্যর্থ হলে কুপিয়ে শিশু সহ জোড়া খুন হয়েছে এমন সংবাদ পাওয়া যায়।এ সময় আরও এক নারীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গুদিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়ারের গুদিঘাটা গ্রামে রাতের আধাঁরে ঘরে ডুকে এলোপাতারি কোপালে প্রতিবেশী সহ শালী ও তার কন্যাকে গুরুত্বর আহত করেন তারপর ঘটনা স্থানে হাফিজুল(১০) খুন হয়।এবং রিগানের কন্যা সন্তান গুরুত্বর আহত হলে বরিশাল নিয়ে গেলে হাসপাতালে বসে মারা যায় তাইফা(৩)। শালী রিগান গুরুত্বর আহত।
বরগুনা পুলিশ আসামী ইলিয়াস কে ঘটনা স্থান থেকে খুনের অস্ত্র সহ আটক করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, স্বামী পরিত্যক্তা নারী রিগানের প্রতি লালসা ছিল দুলাভাই ইলিয়াসের। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে রিগান তার শিশু কন্যা তাইফা ও প্রতিবেশী শিশু হাফিজুলকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওই বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ইলিয়াস জোরপূর্বক রিগানের সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করতে চাইলে রিগান বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে ইলিয়াস। এ সময় রিগানকে বাঁচাতে এলে দুই শিশুকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ইলিয়াস। ঘটনাস্থলেই শিশু হাফিজুলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে শিশু তাইফাও মারা যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ইলিয়াসকে আটক করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত শিশুদের মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহত নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে।