প্রতিবেদক: বাবুল মাহবুব
বরগুনার বিষখালি নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার বেন্দি জাল জব্দ করা হয়।
সারা দেশের ন্যায় ৬৫ দিনের অবরোধ চলাকালীন সময় বরগুনার বিষখালি নদীর মোহনা হতে জেলা মৎস্য কর্মকর্তা ও জেলা প্রশাসনের উদ্যোগে গত (২৪)মে রাত আনুমানিক দশটার দিকে ১০ লক্ষ টাকার অবৈধ বেন্দি জাল জব্দ করা হয়। ঝাটকা নিধন রোদকল্পে অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর। জেলা মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে ও পুলিশের বিশেষ টীম অভিযান চালিয়ে নলিবন্দর এলাকা হতে বেন্দি জাল জব্দ করা হয়। জব্ধকৃত বেন্দি জাল সহ হাতেনাতে বারেক(৬৫) ও আলম(৩৫) নামে দুইজনকে ১০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করে। পরে জব্দকৃত ১০ লক্ষ টাকার বেন্দি জাল বরগুনা সদর লঞ্চঘাট নামক স্থানে এনে পুড়িয়ে ফেলা হয়।