সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বাঁশখালীতে ৬০জন কৃষক পেল আধুনিক কৃষি যন্ত্রপাতি ও বীজ

প্রকাশিত হয়েছে- নভেম্বর ২০, ২০২৩

আনোয়ারা প্রতিনিধি :

কৃষির সমৃদ্ধিতে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) ভরসার নতুন জানালা এগ্রো সিএসআর প্রকল্পের আওতায় বাঁশখালীতে ৬০জন কৃষক পেল বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি ও বীজ।সোমবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের সভা কক্ষে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিঃ পিএলসি আনোয়ারা চাতরী শাখার আয়োজনে এ যন্ত্রাংশ ও বীজ বিতরণ করা হয়।এসময় কৃষকদের কৃষি, প্রাণীসম্পদ ও মৎস্য উদ্যোেক্তাদের জন্য কৃষিকাজে ব্যবহৃত উন্নতমানের কৃষি সরঞ্জাম ও বীজ প্রদান করা হয়।বিতরণ অনুষ্ঠানে ইউসিবি চাতরী চৌমুহনী শাখা ব্যবস্থাপক তৌফিকুর রহমান সিকদার’র সভাপতিত্বে ও অফিসার মোহাম্মদ দিদার হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: সুপণ নন্দী ও ব্যাংকের অফিসার মোহাম্মদ সাজ্জাতুল আলম সহ প্রমুখ।চাতরী চৌমুহনী শাখা ব্যবস্থাপক তৌফিকুর রহমান সিকদার জনান, কৃষি নির্ভর আবহমান গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের ধারক বাংলাদেশের মানুষের নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। তার ধারাবাহিকতায় বাঁশখালী উপজেলায় চাতরী শাখার আওতায় ৬০ কৃষি উদ্যোক্তাকে উন্নতমানের কৃষি সরঞ্জাম ও বীজ দেওয়া হয়।

উল্লেখ্য, চট্টগ্রামের বাঁশখালীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো সিএসআর প্রকল্প’২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চাতরী শাখার আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে ৬০ উপকারভোগী কৃষি উদ্যোক্তারা অংশ নেন।