আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশকে, স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্য রাজবাড়ীর পাংশায় বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলা আওয়ামী যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী মন্ডল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুল আলম ও আদনান সুমন, রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজীব, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম মারুফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমি, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী সরদার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. জহুরুল হক সবুজসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।