সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

বালিয়াকান্দিতে এক শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- জুলাই ১৮, ২০২৩

আল আমিন হোসেন বিশেষ প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে পাটখেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার সকালে বাড়ির অদূরে একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নাসির শেখের ছেলে ইয়ামিন সেখ (৪)।

নিহতের দাদি নাসিমা বেগম জানান, গতকাল সোমবার রাতের খাবার শেষে নাতি ইয়ামিনকে নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ি। পরে রাত ৩টায় হঠাৎ ঘুম ভেঙে গেলে নাতিকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও নাতিকে পাওয়া যায়নি। আজ সকালে বাড়ির পাশের পাটখেতে নাতি ইয়ামিনের মরদেহ পাওয়া গেছে।

শিশুটির বাবা নাসির শেখ জানান, কীভাবে কী হয়েছে, বুঝতে পারছি না। আর শিশুর তো কোনো শত্রু হয় না। আমি বালিয়াকান্দি থানায় যাচ্ছি। থানায় লিখিত অভিযোগ করবো।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে তারা থানায় আসছে, অভিযোগ দায়ের করার পর খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।