স্বপন রবি দাস, জেলা প্রতিনিধি হবিগঞ্জ:
হবিগঞ্জের বাহুবলে ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে এক ব্যক্তি আটক হয়েছে। বুধবার (১২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হাসপাতাল এলাকায় সিএনজিসহ আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ বাহুবলের বাবনাকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে আবুল ফজল (৩৫) কে ২ প্যাকেট (২০০) পিস ইয়াবা সহ আটক করা হয়।আটককৃত আসামী হলো বাহুবলের বাবনাকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে আবুল ফজলকে সিএনজিসহ গ্রেফতার করে ডিবি কার্যালয় হবিগঞ্জে নিয়ে যাওয়া হয়। এসআই সোহেল রানা বক্তব্যে বলে ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে নিজে মাদক সেবন করে এবং বিভিন্ন জায়গাও বিক্রি করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাহুবল মডেল থানায় পাঠানো হবে। এবং মাদকাশক্তি নির্মূলে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন বাহুবল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান।