সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা কোর্ট চত্বরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এর সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও গ্রেফতারকৃত আসামিদের জামিন বাতিল করার দাবিতে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ,যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশীদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান,জেলা আইনজীবীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ,বিএনপির নেতা এ্যাডভোকেট রফিক সরকার,জেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত খুনিরা দেশের বিভিন্ন স্থানে এখনো ঘুরে বেড়াচ্ছে। আর ইতিমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তারা বিভিন্নভাবে জামিনের চেষ্টা অব্যাহত রাখছে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের জন্য আজ আমার ভাইয়েরা নিহত হয়েছে। এর ফলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।