সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

ভারুয়াখালীতে স্থানীয়দের উচ্ছেদ করে মুজিব বর্ষের ঘর নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- নভেম্বর ২৩, ২০২৩

আবু বক্কর চৌধুরী-ঈদগাঁও প্রতিনিধি

ভারুয়াখালীতে বিনা নোটিশে শতবছর পূর্বে দখলীয় ভুমিহীনদের বসতবাড়ি উচ্ছেদ করে মুজিব বর্ষের ঘর নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ভারুয়াখালী ঘোনা পাড়া শিয়াইল্লা মোরা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। এসময় ভুক্তভোগীরা বলেন আমরা মুজিব বর্ষের বাড়ি নির্মাণে প্রশাসনকে স্বাগত জানাই। তবে গরিব-অসহায়দের বাড়ি উচ্ছেদ করে নয়। আশে-পাশে ঘর-বাড়ী বিহীন কয়েকটি খাস জমি রয়েছে,যেখানে অনায়াসে মুজিব বর্ষের বাড়ি নির্মাণ করা যাবে। কিন্তু কিছু প্রভাবশালী মহল নিজেদের দখলীয় খাস জমি রক্ষার্থে মুজিব বর্ষের বাড়ি নির্মাণ এর নামে প্রশাসনকে ব্যবহার করে অসহায়দের বসতবাড়ি উচ্ছেদের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনসহ মাননীয় এমপি সাইমুম সারওয়ার কমল এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। উপস্থিত ভুক্তভোগীদের তথ্যমতে মুজিব বর্ষের বাড়ি নির্মাণের জন্যে নির্ধারিত স্থানে পূর্ব থেকে ৩০ টির অধিক পরিবার বসবাস করে আসছেন। তারা সকলেই ভুমিহীন। পরিবার গুলো হলেন আব্দুল মজিদ,জাহেদ উদ্দিন,মোঃ ইব্রাহিম,নাছির উদ্দিন,শেফা উদ্দিন,সরোয়ার কামাল,আবছার কামাল,মাহবুল আলম,মনজুর আলম,শফিউল আলম,ছৈয়দ আলম,জাহাঙ্গীর আলম,সাঈদুল ইসলাম,জান্নাত আরা বেগম,ফরিদুল আলম,শাকেয়া বেগম,শফি আরা বেগম,সাজেদা আক্তার,সানিয়া আক্তার,সাদিয়া মনি,আব্দু সোবহান নুর,মোঃ সোহেল এর পরিবার উল্লেখযোগ্য। এ বিষয়ে ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসাইন বলেন, গরিব-অসহায় মানুষের ঘর উচ্ছেদ করে মুজিব বর্ষের ঘর দেওয়াটা যৌক্তিক বলে মনে করি না। আমার ইউনিয়নের কিছু মানুষ আমার কাছে এসেছিলো যা ইউনিয়ন পরিষদের সাথে সমম্বয় না থাকায় অবগত ছিলাম না। কিছু মানুষের চোখের পানি ফেলে অন্য কিছু মানুষের মুখে হাসি ফোটানো হাস্যকর ছাড়া কিছুই নয়। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।