আবু রাসেল সুমন খাগড়াছড়ি প্রতিনিধি;
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় সুধীন বিকাশ ত্রিপুরা (৪৫)
নামে এক ব্যক্তির উপর অর্তকিত হামলা চালিয়েছে দৃর্বৃত্তরা।
সোমবার (২৯ অক্টোবর) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুধীন বিকাশ ত্রিপুরা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা যায়।
সুধীন ত্রিপুরার স্ত্রী কাজলী ত্রিপুরা জানান, পহেলা নভেম্বর দলীয় কর্মসূচীকে ঘিরে বিএনপি নেতা কর্মীদের সাথে এলাকার বিএনপি নেতাকর্মীরা মতবিনিময় করেন। এবং অন্য দল থেকে বিএনপির রাজনীতির সাথে কেউ সম্পৃক্ত হতে চাইলে যে কেউ আসতে পারে, তাতে কোন বাধা নেই। তিনি জানান, একথা গুলো শুনে এলাকার কিছু আওয়ামীলীগের লোকজন সুধীন ত্রিপুরার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। বাক বিতণ্ডার একপর্যায়ে সন্ত্রাসীরা সুধীন ত্রিপুরার উপর দেশি অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সুধীর ত্রিপুরা গুরুতর আহত হয়। পরে স্হানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন,তিনি জানান গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী সন্ত্রাসীরা দিশেহারা হয়ে বিএনপির নেতাকর্মীদের উপর গোপনে অর্তকিত হামলা চালিয়ে যাচ্ছে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে বিষয়টি পারিবারিক বলে জানা গেলেও অভিযোগ পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।