বাবুল মাহবুব, বরগুনা সংবাদদাতা
অসহায় দুস্থ ও মানবতার সেবায় কাজ করার প্রত্যয় নিয়ে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে বরগুনার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুস সালাম স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা ও সদস্য বৃন্দ।
বিগত দিনে মাটির ঘর মানবকল্যাণ সংস্থা মানব সেবামূলক কর্মকাণ্ডে একনিষ্ঠ ভাবে নিয়োজিত ছিলেন। সেবামূলক কর্মসূচি :বেওয়ারিশ লাশ দাফন ও কাফনের ব্যবস্থা করা, বিনামূল্যে রক্ত দান কর্মসূচি, মুমূর্ষু রোগীদের জন্য জরুরী চিকিৎসা সেবা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা নিশ্চিত, পথ শিশুদের চিকিৎসা খাবার ও বস্ত্র ব্যবস্থা করা, দুর্যোগ মোকাবেলায় বৃদ্ধ অসহায় মানুষের পাশে থাকা ও খাবারের ব্যবস্থা করা, প্রতিবন্ধীদের অর্থনৈতিক সাহায্য ব্যবস্থা করা,বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি, আত্মহত্যা রোধেসচেতনতা বৃদ্ধি , পরকীয়া প্রেমে রোধে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে কর্মসূচি ও সেমিনার এর কার্যক্রম ব্যবস্থা।
বরগুনার পুলিশ সুপার জনাব আব্দুস সালাম বলেন, মাটির ঘর মানবকল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল উপদেষ্টা ও সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অত্র সংস্থাটি ভবিষ্যতে মানব সেবামূলক কর্মকাণ্ডে নিঃস্বার্থভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। মানবসেবামূলক সচেতনতা বৃদ্ধি বিভিন্ন কর্মকাণ্ডে সম্মিলিতভাবে জড়িত এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।