মোহাম্মদ কায়সার
কক্সবাজারের রামু হাসপাতাল পাড়া একতা যুব সংষের উদ্যোগে আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়,গত ১৩ই ডিসেম্বর শুক্রবার রাত আটটার দিকে হাসপাতালের দক্ষিণ পাশের মাঠে প্রাথমিকভাবে অনুষ্ঠিত জমকালো আয়োজনে হাজারো দর্শকদের উপস্থিতিতে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাবেদ ইকবাল জেলা যুবদল কক্সবাজার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শফিকুর রহমান সাবেক সাধারণ সম্পাদক জোয়ারিয়ানালা ইউনিয়ন। মির্জা নুরুল আফসার সহ সংগঠনিক সম্পাদক জেলা যুবদল কক্সবাজার। জহির আলম সভাপতি উপজেলা যুবদল রামু। মোঃ শাহজাহান লুতু আহবায়ক স্বেচ্ছাসেবকদল রামু উপজেলা। আজিজুল আলম সাবেক যুবদলের নেতা রামু উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন,এ সময় আয়োজক কমিটি বেলাল উদ্দিন,রেজাউল করিম,আকতারুজ্জামান বাবুল, আব্দুল মুবিনসহ প্রায় ৩০ জনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যকালে জাবেদ ইকবাল বলেন,মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই,প্রযুক্তির এযুগে পড়ালেখার পাশাপাশি আগামী প্রজন্মকে সুশীল নাগরিক হিসেবে তৈরী করতে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে আর এবিষয়ে সরকারের পাশাপাশি ব্যাক্তি উদ্যোগে প্রতিটি মহল্লায় ছোট ছোট ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মাদক,জুয়া,মোবাইল গেইমস থেকে যুবকদের ফিরে আনতে হবে। খেলাধুলার আয়োজক কমিটির পক্ষ থেকে সভাপতিত্ব করেন নুরুল আজিম উপদেষ্টা খেলা পরিচালনা কমিটি