মো:শফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে খান মো: আবু বকর সিদ্দিকী ( কাপ পিরিচ) সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এনিয়ে পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে চেয়ারম্যান পদে হ্যাটট্রিক জয় করেন তিনি। রবিবার ( ৯ জুন ) উপজেলার ৪৩ টি ভোটকেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। রাতে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। ঘোষিত ফলাফলে খান মো. আবু বকর সিদ্দিকী (কাপ পিরিচ) প্রতীক নিয়ে ২৪৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জুয়েল (ঘোড়া প্রতীক) প্রতীক নিয়ে পেয়েছেন ২০৮৯২ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে (মাইক) প্রতীক নিয়ে ১৬১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী ওমর ফারুক শাওন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম সোহাগ মৃধা (উড়োজাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৬৮৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) প্রতীক নিয়ে ২৭৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাচিনা বেগম,তিনিও পেয়েছেন হ্যাটট্রিক জয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়শা সিদ্দীকা (কলস) নিয়ে পেয়েছেন ১৭৯১২ ভোট। নির্বাচনে বিপুল পরিমাণ পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা। সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৫৩ হাজার ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।