সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
joytvnewsbd.com - news@joytvnewsbd.com - www.fb.com/joytvnews.com.official

মোবাইলের বাটন চাপলেই পৌঁছে যাবে হাইওয়ে পুলিশিং সেবা

প্রকাশিত হয়েছে- সেপ্টেম্বর ২৪, ২০২৩

মো ইমদাদুল হক রানা ঃ

মোবাইলের বাটন চাপলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবে হাইওয়ে পুলিশ। এ সংক্রান্ত হ্যালো হাইওয়ে পুলিশ (এইচপি) অ্যাপস ইন্সটলেশন ক্যাম্পেইনের এক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর সকাল ১০:৩০ পাংশা হাইওয়ে থানা ( গান্দিমারা) ভবনের সভা কক্ষে পরিবহণের মালিক ও চালকদের অংশগ্রহণে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান মহোদয়ের দিকনির্দেশনায় ও হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খান মহোদয়ের সহযোগিতায় আমরা মহাসড়কে দুর্ভোগ নিরসন ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি মহাসড়কে চলাচলকারী বিভিন্ন দূরপাল্লার পরিবহণের চালক ও যাত্রীরা এইচপি অ্যাপস ব্যবহার করে সেবা পেতে পারেন। পাংশা হাইওয়ে থানা পুলিশ এ সেবার কাজে মহাসড়কে যাত্রীদের সব সময় পাশে আছে বলে জানান।

সভায় সচেনতা বৃদ্ধির জন্য হেলো এইচ পি এ্যাপস সংক্রান্ত একটি লিফলেট পরিবহণের চালক ও যাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন: এ হাইওয়ে থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই একেবারে নেই বললেই চলে। আজকে মোবাইলের অ্যাপসের মাধ্যমে যাত্রীরা ভালো সেবা পাবেন বলে আমি মনে করি।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে পুলিশিং সভা ও হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম

সভায় পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ এসএম আসাদউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজনু,হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার

এএসআই এমদাদুল হক, জেলা রিপোর্টাস ইউনিয়নিটি সভাপতি হেলাল মাহমুদ, কালুখালী প্রেস ক্লাবের সভাপতি মো ফজলুল হক, কমিউনিটি পুলিশিং এর সহ সভাপতি মো সাইদুল হক প্রমুখ।